চকবাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র্যাবের অভিযান
সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, বিপুল পলিথিন জব্দ ও প্রতিষ্ঠান সিলগালা
জোবায়ের আলম: রাজধানীর পুরান ঢাকার ঘিঞ্জি চকবাজারে দীর্ঘদিন ধরে অঘোষিতভাবে চলছিল নিষিদ্ধ পলিথিন বিক্রির কার্যক্রম। স্থানীয়ভাবে এই ব্যবসা “খোলা গোপন” হলেও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ পণ্য বন্ধে অবশেষে কঠোর অবস্থান নেয় র্যাব। ফল হিসেবে সিলগালা হলো একাধিক দোকান, জব্দ হলো বিপুল পরিমাণ পলিথিন, আর জরিমানার টাকা উঠল সাড়ে তিন লাখ।
রাজধানীর চকবাজার এলাকার কেল্লার মোর বাশপট্টি ইসলাম বাগ নামাপাড়া গলিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. আবু হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুনেছা আক্তার। অভিযানে সহযোগিতা করে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১০।
অভিযান চলাকালে বিএসটিআই অনুমোদনহীন এবং নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মো. জসিমকে ১ লাখ ৫০ হাজার টাকা, মো. আলামিনকে ১ লাখ টাকা এবং বাবুলকে ১ লাখ টাকা জরিমানা করেন। সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।
র্যাব জানায়, অভিযানে জড়িত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন বিক্রি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছিলেন। তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।
বিআলো/তুরাগ



