• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    চকরিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন 

     dailybangla 
    03rd Nov 2024 10:29 pm  |  অনলাইন সংস্করণ

    শাহরিয়ার মাহমুদ, চকরিয়া (কক্সবাজার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, মানবতার সার্বিক মুক্তির জন্যে ইসলামের বিজয় অপরিহার্য। আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। জনগণ জামায়াতে ইসলামীকে সেই সাজানোর দায়িত্ব দিতে চায়।

    তিনি বলেন, আপনারা যদি নতুন বাংলাদেশ চান, পরিবর্তিত বাংলাদেশ চান তাহলে বাংলাদেশ পরিবর্তনের আগে ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনকে পরিবর্তন করতে হবে।

    গত শুক্রবার (১ নভেম্বর) জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুককে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত জামায়াত নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে পরিচয় করিয়ে দেন।

    দীর্ঘ দেড়যুগ পর খোলা মাঠে চকরিয়া জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।

    চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার আমীর জামায়াত মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক থানা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর ছাবের আহমেদ ফারুকী, দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাতামুহুরী থানার সেক্রেটারি হোসনে মোবারক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান প্রমুখ।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031