চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
dailybangla
25th Sep 2024 3:49 am | অনলাইন সংস্করণ
শাহরিয়ার মাহমুদ, চকরিয়া (কক্সবাজার) চকরিয়ায় ডুলাহাজারায় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে গুলি করে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চকরিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চকরিয়া জনতা শপিং সেন্টার থেকে শুরু করে পৌরশহরের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংহতি প্রকাশ করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শওকত আলীসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বপ্রাপ্ত ছাত্রপ্রতিনিধিসহ চকরিয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ