চকরিয়া জনতা শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা
শাহরিয়ার মাহমুদ, চকরিয়া (কক্সবাজার) চকরিয়া পৌরশহরের বৃহত্তর শপিং মল জনতা শপিং সেন্টার দোকান ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাতে আল-হারামাইন হজ্ব কাফেলার ব্যবস্থাপক মাওলানা মুহাম্মদ মমতাজুল হক আনচারীর সভাপতিত্বে ও আদ-দোহা ইন্টারন্যাশনাল শাহ মজিদিয়া-রশিদিয়া হজ্ব কাফেলার ব্যবস্থাপক হাফেজ মুহাম্মদ আসহাব উদ্দিন আসাদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাহ আমানতের ব্যবস্থাপক মুহাম্মদ খাজা শাহাব উদ্দিন, সাম্পান রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের মালিক মুহাম্মদ মিজানুর রহমান, ব্যবসায়ী মোজাফফর আহমদ, মাস্টার মুহাম্মদ এরফানুল হক, ব্যবসায়ী মোহাম্মদ ইউনুসসহ উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের মতামতভিত্তিতে এক বছরের জন্য উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। তারা হলেন অধ্যাপক সরওয়ার আলম, হাজী মোহাম্মদ সেলিম, মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মমতাজুল হক আনসারী ও হাজী কবির আহমদ। এতে খাজা শাহাব উদ্দিন সভাপতি, মোজাফফর আহমদ, এরফানুল হক, নুরুল আলম বাবু, মুহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ ইউনুসকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ মিজানুর রহমানকে সেক্রেটারি, মোহাম্মদ আবু হেনা, মুহাম্মদ নাছির উদ্দিন ও মোহাম্মদ ওমর ফারুককে সহকারী সেক্রেটারি, মুহাম্মদ আসহাব উদ্দিন আসাদকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল আরফাত ও মুহাম্মদ নুরুল আবছারকে সহ সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ কফিল উদ্দিনকে অর্থ সম্পাদক, মোহাম্মদ মঈনুল ইসলাম মুকুলকে সহ অর্থ সম্পাদক, নাছির উদ্দিনকে ধর্মীয় সম্পাদক, মোহাম্মদ আবু মুছাকে সহ ধর্মীয় সম্পাদক, তারেকুল ইসলামকে তথ্য প্রযুক্তি সম্পাদক আজিজুল হককে সহ-তথ্য সম্পাদক, মুহাম্মদ মুবিনুল ইসলামকে ক্রীড়া সম্পাদক, মুহাম্মদ মিনারুল ইসলামকে সহ-ক্রীড়া সম্পাদক, মিনহাজ উদ্দিনকে ব্যবসায়ী সম্পাদক, মুহাম্মদ শহিদুল ইসলামকে প্রচার সম্পাদক, মুহাম্মদ হারুনুর রশিদকে সহ প্রচার সম্পাদক এবং আবু নাঈমকে দপ্তর সম্পাদক করা হয়।
আলোচনা সভা শেষে সমিতির সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মমতাজুল হক আনসারী।
বিআলো/তুরাগ