চট্টগ্রামের খুলশীতে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
dailybangla
30th Oct 2024 10:02 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে একটি জুস কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। বুধবার ভোররাত সোয়া চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
আগুন নেভাতে স্থানীয়রাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বিআলো/শিলি