চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২
চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সদরঘাটে দক্ষিণ নালাপাড়া এলাকায় চোরাই বিটুমিনসহ সুমন চন্দ্ৰ ও আব্দুল্লাহ আজিজ নামে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যতম মূলহোতা দিদারুল হক রানা কৌশলে পালিয়ে যায়।
২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে ইমরুল হাসান চৌধুরীর গোডাউনের ভেতর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিটুমিন ভর্তি একটি ট্রাক ও চোরাই বিটুমিন বিক্রয়ের পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়।র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে দিদারুল হক রানা চোরাই বিটুমিন অবৈধভাবে সংগ্রহ করে আসছে । এরপর তার কাছ থেকে এ সকল বিটুমিন ক্রয় করে গোডাউনের মালিক ইমরুল হাসান চৌধুরী। পরে তা গোডাউনে রেখে গ্রেফতার আসামিদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করেন তিনি।
এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দিদারুল হক রানা কৌশলে পালিয়ে গেলেও ইমরুল হাসান চৌধুরীর গোডাউনের ম্যানেজার সুমন চন্দ্ৰ দে (৩৮) ও মো. আব্দুল্লাহ আজিজ (৪০) কে গ্রেফতার করে র্যাব। তবে চক্রের মূলহোতা গোডাউনের মালিক ইমরুল হাসান চৌধুরী ভারতে অবস্থান করায় তাকে গ্রেফতার করা যায়নি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে বিটুমিন সংগ্রহ করে ইমরুল হাসান চৌধুরীর গোডাউনে সংরক্ষণ করতো। পরে তা ড্রামে ভরে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দিতো। এ সকল বিটুমিন ক্রয়-বিক্রয়ের জন্য তাদের কাছে কোন বৈধ কাগজ নেই।
তিনি আরও জানান, র্যাব ওই গোডাউনে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করেছে । পলাতক দুই আসামিসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিদের সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।