• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ 

     dailybangla 
    24th Jan 2026 6:17 pm  |  অনলাইন সংস্করণ

    ‘রত্নগর্ভ মা’ থেকে মানবিক পুলিশ: নানা ক্ষেত্রের গুণীজন পেল সম্মাননা

    হৃদয় খান: চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬। বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম (BGICF) ও মাদার তেরেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠান মানবিকতা, সমাজসেবা ও গুণীজনের অবদানের স্বীকৃতিতে এক অনন্য মাত্রা যোগ করে।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠক তসলিম হাসান হৃদয় এবং যেরিন সুবা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান এ আর এম।

    বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. শওকত হোসেন পিপিএম, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওসমান গনী মনসুর, লায়ন মতিউর রহমান সৌরভ, মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ও দ্য পিপলস ভিউ-এর সহ-সম্পাদক কারু কৃষাণসহ বিভিন্ন ক্ষেত্রের গুণী ও মানবিক ব্যক্তিত্বরা।

    মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

    মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৩৫টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ‘রত্নগর্ভ মা’ সম্মাননা পান কামরুল কায়েস চৌধুরীর মমতাময়ী মা। সম্মাননা প্রাপ্তদের মধ্যে আরও ছিলেন অভিনেত্রী রেনু রোজিনা, সংগীতশিল্পী রবি চৌধুরী, মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম, জিনাত আরা বেগম, সাংবাদিক ও সমাজসেবায় অবদানের জন্য জাহিদুল করিম কচি, সর্বোচ্চ রক্তদানের জন্য জাবেদ নাসিম এবং সেরা মানবিক সংগঠন হিসেবে ফুলের হাসি ফাউন্ডেশন।

    সম্মাননা প্রদান শেষে জনপ্রিয় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো-এর তত্ত্বাবধানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেনু রোজিনা বলেন,
    “যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না। আজ এখানে এসে সত্যিই আনন্দিত। গুণীজনকে সম্মানিত করার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”

    গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, “আমরা সবসময় সমাজের ভালো কাজগুলোকে মূল্যায়ন করতে চাই। গুণীজন ও মানবিক মানুষের সম্মাননার এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।”

    সব মিলিয়ে মানবিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে আয়োজিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ ছিল এক অর্থবহ ও প্রশংসনীয় আয়োজন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031