চট্টগ্রামে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত: ২ মামলায় ২০ হাজার টাকা জরিমানা
কে. ডি. পিন্টু, চট্টগ্রাম : চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুইটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে শাহগদি ড্রিংকিং ওয়াটার, এক কিলোমিটার, চান্দগাঁও, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পানি উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে পানি উৎপাদন ও বাজারজাত করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী আরও ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহমুন নবী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) খায়রুল ইসলাম এবং পরীক্ষক (মেট্রোলজি—ভৌত) মো. রাশেদ।
চট্টগ্রাম বিএসটিআই সূত্র জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।



