চট্টগ্রামে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫০ জন আটক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষে ৭ জন পুলিশ সদস্য আহতের ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় অভিযান চলাকাল দুর্বৃত্তের হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ৭ জন পুলিশ সদস্য আহত হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযানে ৫০ জনকে আটক করা হয়। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় এক ব্যবসায়ীর পোস্ট দেয়াকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত হাজারী গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিআলো/শিলি