চট্টগ্রাম সিটি মেয়রের বাসভবনে হামলা, ভাঙচুর
dailybangla
03rd Aug 2024 11:50 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।
শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার সময় বাসায় থাকা মেয়র রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, হামলাকারীরা প্রধান ফটক ভেঙে ঘরের আঙিনায় প্রবেশ করে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।
চান্দগাঁও থানার ডিউটি অফিসার এসআই সালমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
বিআলো/শিলি