চলছে সাওলের ১৯তম সেমিনারের রেজিস্ট্রেশন
dailybangla
13th May 2024 11:30 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ সাওল হার্ট সেন্টার (বিডি) লি.’ -এর উদ্যোগে বিশ্বখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড়ের ১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনারের রেজিস্ট্রেশন চলছে।
সেমিনারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মে, ২০২৪ শুক্রবার, সকাল ৮ টায়, বায়তুল মোকাররম সংলগ্ন দৈনিক বাংলার মোড়ে, জাতীয় ক্রীড়া পরিষদের ‘শহীদ শেখ কামাল মিলনায়তনে’। ২১০০ টাকা দিয়ে https://getsetrock.com/ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এছাড়াও সরাসরি ০১৭৪৪২৫১২২২ অথবা ০১৭৭৭৭৮০৮৫১ নম্বরে যোগাযোগ করেও রেজিস্ট্রেশন করা যাচ্ছে।
উল্লেখ্য, সেমিনারে দিনব্যাপী ডা. বিমল ছাজেড়ের আলোচনা সভা ছাড়াও বিশেষ আয়োজন হিসেবে ইয়োগা, বিনা তেলে রান্না, রোগীদের সাথে পরামর্শ বিনিময় সহ সাওলের চিকিৎসার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিআলো/তুরাগ