• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    চলতি আইনেই দুর্নীতিবাজদের ধরা হবে: কাদের 

     dailybangla 
    09th Jun 2024 6:22 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতিবাজদের ধরতে সরকারপ্রধানের কথার পুনরাবৃত্তি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজদের ধরতে বরশিতে ‘আধার’ দেওয়া হয়েছে, তাই তারা ধরা ‘পড়বেই’।দুর্নীতিবাজদের শায়েস্তা করার জন্য নতুন করে আইন প্রণয়নের প্রয়োজন আছে বলেও মনে করেন না তিনি।

    গতকাল রবিবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সবকটি সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় কথা বলছিলেন কাদের। দুর্নীতিবাজদের ধরতে নতুন কোনো আইন দরকার হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন আছে, আইন নতুন করে করতে হবে না। নেত্রী যেটা বলেছেন, সেটা আমিও বলব। আঁধার দিয়েছি, রুই কাতলা ধরা পড়বে। নতুন অর্থবছরে বাজেট পেশ করার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণভাবে ‘কালো টাকা’ হিসেবে অপ্রদর্শিত আয় সাদা বা বৈধ করার সুযোগ দেওয়াকে বড়শিতে আঁধার গেঁথে মাছ শিকারের সঙ্গে তুলনা করে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি বলি মাছ ধরতে গেলে তো আঁধার দিতে হয়, দিতে হয় না? আঁধার ছাড়া তো মাছ আসবে না। সেই রকম একটা ব্যবস্থা, এটা আসলে আগেও হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2024
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031