• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট 

     dailybangla 
    03rd Aug 2025 1:58 pm  |  অনলাইন সংস্করণ

    মো.রাফিউ হাসান হামজা,শাহরাস্তি(চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে জনবল সংকটের এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বাস্তবতা। ৫০ শয্যার এ সরকারি হাসপাতালটিতে অনুমোদিত ২০১টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯০ জন। ফলে চিকিৎসা নিতে আসা শত শত রোগী প্রতিদিন ভোগছেন চরম ভোগান্তিতে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ২০০৮ সালে ৫০ শয্যায় উন্নীত হলেও, এরপর থেকে জনবল কাঠামোতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। ২০১০ সালের পর থেকে কোনো নিয়মিত নিয়োগ হয়নি। অথচ প্রতিদিন এখানে গড়ে ৬৫০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নিতে আসেন।

    এ হাসপাতালে বর্তমানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও স্বাস্থ্য সহকারীর অভাব প্রকট। যার ফলে চিকিৎসক ও কর্মীদের একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে করে সেবার মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি কর্মীদের মধ্যেও ক্লান্তি ও মনোবল ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। রোগীরা অভিযোগ করেছেন, সকাল থেকে সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও অনেক সময় চিকিৎসকের দেখা মেলে না। বেডের ঘাটতি, জরুরি ওষুধ সংকট এবং পর্যাপ্ত নার্স না থাকায় রোগী সেবার মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

    হাসপাতালের অভ্যন্তর ও বাইরের পরিবেশে রয়েছে মারাত্মক অব্যবস্থাপনা। পেছনের অংশে আবর্জনার স্তূপ, অপরিষ্কার টয়লেট এবং মশার উপদ্রব সব মিলিয়ে রুগ্ণ পরিবেশে রোগীদের থাকতে হচ্ছে। জনবল সংকটের কারণেই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন,“আমরা অল্প জনবল নিয়ে প্রতিদিন কয়েক শত রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছি। কিন্তু এটি দীর্ঘস্থায়ীভাবে সম্ভব নয়। আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত নিয়োগ না হলে সংকট আরও বাড়বে।”

    স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলেন, শাহরাস্তির মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় স্বাস্থ্যসেবা যদি ভেঙে পড়ে, তাহলে তা পুরো জেলার ওপর প্রভাব ফেলবে। তারা শূন্য পদে দ্রুত নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, নার্স বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়নের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031