চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি দল চাঁদপুরের মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, দেশের নদী ও উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস



