চাঁদপুরে জাকের পার্টির দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত
সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর: মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৫ উপলক্ষে দাওয়াতী ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জাকের পার্টি চাঁদপুর দক্ষিণ জেলা ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব মোঃ মাহবুবুর রহমান হায়দার।
তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু তড়িঘড়ি করে নির্বাচন দেওয়া নয়। বরং নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক, সংস্কৃতি এবং নির্বাচন কমিশনকে শতভাগ সংস্কার করে জনগণের বহুল কাঙ্ক্ষিত একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য জাকের পার্টির পক্ষ থেকে ১৪দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। এর মধ্যে দুইটি প্রস্তাব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ই-ভোটিং পদ্ধতিতে নির্বাচন এবং অপরটি হচ্ছে ব্লক চেইন টেকনোলজি পদ্ধতিতে নির্বাচন।
তিনি আরও বলেন, আপনারা জানেন চিন্ময় দাসকে ইসকন থেকে আরো আগেই বহিষ্কার করা হয়েছে। এর পর তিনি পতিত ফেসিস্টের দোষর হিসেবে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত বাস্তবায়নের জন্য তিনি নেমেছিলেন। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এখন বিচার ব্যবস্থার দায়িত্ব তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করার।
ভারতের আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ, উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন মাহবুবুর রহমান হায়দার। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের সরকারের প্রতিও দাবী জানান তিনি।
জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব আরও বলেন, দেশ এখন যে ক্রান্তিকাল অতিক্রম করছে তারই প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সামাজিক অসন্তোষ দূরীকরণে অন্তর্বর্তী সরকারের উচিত ছোট বড় সকল দলকে আলোচনার টেবিলে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা এবং সুচিন্তিত ও বুদ্ধিদীপ্ত কূটনীতির মাধ্যমে বন্ধু রাষ্ট্র সমূহের সমর্থন অব্যাহত রাখা।
জাতীয় ঐক্যের ক্ষেত্রে জাকের পার্টির মত শক্তিশালী দল গুলিকে বাদ দিয়ে শুধুমাত্র ৫/৭টি দল কে নিয়ে বৃহত্তর ঐক্য অসম্ভব বলে জানিয়েছেন।
চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাংগাইল (পূর্ব জেলা), জাকের পার্টির সভাপতি আব্দুল আজিজ খান অটল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মুফতি মাওঃ মাসুম বিল্লাহ।
ইসলামী জলসায় ওয়াজ করেন মাওঃ আলহাজ্ব হাফেজ আঃ কাদের, মাওঃ জাকির হোসেন আলাউদ্দিন খিলজী, মাওঃ সাইম ইসলাম, হাফেজ ফয়সাল আহমেদ, মাওঃ খায়রুজ্জামান আল হেলাল।
জলসায় বিশ্ব শান্তি কামনা ও বাংলাদেশের সমৃদ্ধি এবং অর্থনৈতিক মুক্তির কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্ল্যেখ্য, বৃহৎ ৪ দিনব্যাপী এ সূফী মহা মিলনমেলা ৮ ফেব্রুয়ারি থেকে আগামী ১১ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবছর ও ৪দিনের আসা যাওয়ায় ধর্মপ্রাণ মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ সমবেত হবেন মহা পবিত্র বিশ্ব উরস শরীফে।
বিআলো/শিলি