• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    চাঁদপুরে পুলিশ সুপারের সাফল্যে কমেছে অপরাধ প্রবণতা 

     dailybangla 
    19th Dec 2024 10:24 am  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর আন্তরিক, দক্ষ ও চৌকস নেতৃত্বে জেলা পুলিশে এসেছে আমূল পরিবর্তন। সেবাপ্রার্থীদের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে ইতোমধ্যে প্রশংসনীয় ও ইতিবাচক পরিবর্তন এসেছে জেলা পুলিশের প্রতিটি ইউনিটে।

    ২৫ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে চাকুরী জীবনের প্রতিটি ধাপে কঠোর পরিশ্রম আর নিয়মানুবর্তিতার মাধ্যমে সফলতার পরিচয় দিয়ে আজ তিনি চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে সফলতার মাধ্যমে দায়িত্ব পালন করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণনে রেখেছেন। তার কর্মকালীন সময়ে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটে। তার সার্বক্ষনিক তদারকি ও দিক নির্দেশনায় অপরাধ অনেকাংশে হ্রাস পেয়েছে এবং উদ্ধার জনিত মামলার সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরে জনমনে পুলিশের প্রতি আস্থা বেড়েছে বহুগুন। ১৮ বছরের কর্মজীবনের প্রতিটি কর্মক্ষেত্রে তিনি রেখেছেন পেশাদারিত্বের স্বাক্ষর।

    পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব চাঁদপুরে যোগদানের আগে রাজশাহী মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর চাঁদপুর পুলিশ সুপার পদে যোগদান করেন মুহম্মদ আব্দুর রকিব। চাঁদপুরে যোগদানের পর চাঁদপুরবাসীর প্রত্যাশা পূরণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

    যোগদানের পরই গত ২১ সেপ্টেম্বর চাঁদপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় চাঁদপুর জেলাকে অমূল পরিবর্তনের বিশেষ উদ্যোগ গ্রহণের কথা জানান পুলিশ সুপার। সেই ঘোষণার পর থেকেই চাঁদপুরবাসীর মনে প্রত্যাশা বাড়তে থাকে। এরপরই চাঁদপুরে বড় ধরনের অপরাধের প্রবণতা লক্ষণীয়ভাবে কমে গেছে। জেলা পুলিশের কার্যক্রমেও প্রশংসনীয় পরিবর্তন শুরু হয়েছে।

    পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সাম্পতিক সময়ে বেশি প্রশংসিত হয়েছেন, মতলব দক্ষিণ উপজেলায় চাঞ্চল্যকর ক্লু-লেস কিশোর মহিন মিয়াজী হত্যা মামলায় ৭২ ঘন্টায় আসামি গ্রেফতার, ব্যবহৃত অটোরিকশা এবং আলামত উদ্ধার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমদ, মামলার তদন্তকারী অফিসার

    এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী সহ পুরো টিমকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে আর্থিক পুরস্কার প্রদান, চাঁদপুর জেলা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে সাবেক চেয়ারম্যান মৃত সেলিম খানের লুন্ঠিত পিস্তল ও গুলি উদ্ধার, কচুয়া থানার এসআই মামুনুর রশিদকে হত্যা পর খোয়া যাওয়া ৮ রাউন্ড সরকারি গুলি উদ্ধার, উদ্ধারকৃত তদন্ত কর্মকর্তা জেলা গোয়েদ্দা শাখা (ডিবি) এস আই (নিরস্ত্র) মিজানুর রহমানকে কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ পুরস্কার

    প্রদান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে জেলার ৭১ জন প্রার্থীকে এ বছর বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় করে হটলাইন সেবা। কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা, ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন সেবা পেতে হটলাইনে কল দিলে জরুরী আইনী সেবার পাশাপাশি পুলিশ সুপারের সাথে সরাসরি কথা বলে সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। এতে জেলার আটটি থানাতেই ক্ষুদ্র বিষয়ের মামলার সংখ্যা হ্রাস পেয়েছে, গতি ফিরেছে বিট পুলিশিং কার্যক্রমে। গেলো তিন মাসে হটলাইনে কল দিয়ে বাল্য বিয়ে বন্ধ, জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষ বন্ধের মতো ইতিবাচক সমাধান পেয়েছে চাঁদপুরবাসী।

    পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর বলিষ্ঠ নেতৃত্বে প্রবাসী কল্যাণ হেল্প ডেক্স, ওয়ানস্টপ পুলিশ ক্লিয়ারেন্স সেবা, নারী ও শিশু হেল্প ডেক্স, চাঁদপুর ট্রাফিক বিভাগ সহ অন্যান্য ইউনিটে কর্মরত ৩৬ পুলিশ সদস্যেদের বডিওর্ন ক্যামেরা ব্যবহার, প্রত্যেক পুলিশ সদস্যদের বাধ্যতামূলক দক্ষতা উন্নয়ন কোর্স, ওপেন হাউস-ডে, মাসিক কল্যাণ সভা, ক্লিনিং সাটারডে, পুলিশের সকল ইউনিটে শীতকালীন ক্রীড়া সামগ্রী প্রদান, পুলিশ মেসে মানসম্মত খাবার পরিবেশনের নির্দেশনা প্রদান করেন।

    চাঁদপুর জেলা পুলিশের সাফল্য নিয়েএকান্ত আলাপচারিতায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সংস্থা। জনগণকে সেবা দেওয়াই পুলিশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেবা দেওয়ার মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। সব পুলিশ সদস্যকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। পুলিশের প্রশিক্ষণ আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। আগামী দিনের পুলিশিং হবে জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক মানবিক পুলিশিং। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

    পুলিশ সুপার বলেন, আমাদের প্রধান কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা সংশ্লিষ্ট কাজ সবার আগে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

    থানার ওসিদের উদ্দেশ্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, থানা হলো পুলিশি সেবার কেন্দ্রবিন্দু। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ যিনি থানায় আসছেন, ধরে নিতে হবে তিনি কোন না কোনোভাবে বাদী, ভিকটিম কিংবা সাক্ষী। থানায় আগত প্রত্যাশীদের সাথে সেবা প্রত্যাশীদের কথা ওসিদের মনোযোগ সহকারে শুনতে, তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে যথাযথ পুলিশি সেবা দিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

    কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মাদক নির্মূলে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক ব্যবসায়ীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। রাষ্ট্র বিনির্মাণে ও সমাজ পরিবর্তনের জন্য মাদক সেবক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকতে হবে। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা। পুলিশ জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণকে নিরপেক্ষভাবে সেবা প্রদানের জন্য ও চাঁদপুরবাসীর প্রতি পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

    উল্লেখ্য, চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম সদা হাস্যোজ্জল দক্ষতাসম্পন্ন চৌকশ একজন অফিসার, তিনি দক্ষতা দিয়ে প্রশাসনিক কর্মকাণ্ডকে যেমনি সচল রেখেছেন তেমনি আন্তরিকতা দিয়ে সহকর্মীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের কাছে প্রশংসিত।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031