চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে এলপিজি গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রয়, মূল্য তালিকা টানানো এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে বাবুরহাট বাজার এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ কেক তৈরির উপকরণ সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিআলো/আমিনা



