• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    চাঁদপুরে মাদরাসাতু মুহাম্মদ (সা:) উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

     dailybangla 
    22nd Jun 2024 6:06 am  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, (চাঁদপুর): চাঁদপুরে মাদরাসাতু মুহাম্মদ (সা.) নামের একটি নতুন মাদরাসার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভূইয়া প্যালেস-২য় তলা, পুলিশ সুপারের বাসভবনের পূর্ব পার্শ্বে, ওয়‍্যারলেছ বাজারে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে মাদরাসা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই এলাকার দরিদ্র শিশুদের কুরআন শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান মাইলফলক হয়ে থাকবে। এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি হাতেকলমে কারিগরি শিক্ষা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এ প্রতিষ্ঠান দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তিনি এমন মহৎ উদ্যোগ নেয়ায় কমিটিকে ধন্যবাদ জানান।

    আলোচনা সভায় গাছতলা পীর সাহেব হযরত মাওলানা খাজা ওলিউল্লাহর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন মতলব সুলতানিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুক্তি যাইনুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী, কাউন্সিলর মো. আলমগীর গাজী। মাদরাসার সভাপতি হাফেজ কারী মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মুফতী শিব্বির হোসাইন, ইঞ্জি রমজান আলী মৃধা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক মুফতী সাকিব মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুর রহমান শিহাব, দপ্তর সম্পাদক মো. আবু ঢালী, সদস্য মো. দেলোয়ার ঢালী, হাসান ঢালী।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2024
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031