• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরে যুব গণফোরামের কর্মীসভা: দক্ষ যুব প্রজন্ম গড়বে স্মার্ট ও উন্নত বাংলাদেশ 

     dailybangla 
    12th Oct 2025 4:18 pm  |  অনলাইন সংস্করণ

    স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়বে দক্ষ যুব প্রজন্ম: অ্যাড. সেলিম আকবর

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা যুব গণফোরামের উদ্যোগে শনিবার (১১ অক্টোবর) চাঁদপুর শহরের জোরপুকুরপাড় জেলা গণফোরামের কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবকরা অনেক সাহসী। বাংলাদেশের যে কোন আন্দোলনের সময় দেখা যায় যুবকরা সবার আগে এগিয়ে আসে। তাই যুবকরা অনেক সাহসী এটা বুঝার বাকি নেই। আর এই যুবকরা সাহসী হওয়ায় তারা যেকোন কাজে ঝুঁকি নিতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে যুবকদের ভূমিকা অতুলনীয়।

    তিনি বলেন, দেশের জনগণ স্বপ্ন দেখছেন এক স্বাধীন ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের। ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে চাঁদপুরসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।

    তিনি আরও বলেন, গণফোরাম একটি প্রতিষ্ঠিত দেশপ্রেমিক গণতান্ত্রিক দল, যার বিরুদ্ধে ব্যক্তি বিশেষের ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য। ড. কামাল হোসেন এই দেশের একজন শ্রেষ্ঠ সন্তান। দেশের সংবিধান প্রণেতাদের একজন। তাই তার হাত ধরে গণফোরাম বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করছে।

    অ্যাড. সেলিম আকবর বলেন, সংবিধানের যে নিশ্চয়তা মানুষকে অধিকার ভোগের সুযোগ দেয় সেটা আজ খুব জরুরি ভিত্তিতে আমাদের উপলব্ধি করা প্রয়োজন। আমাদের ঐকমত্যে পৌঁছে সিদ্ধান্ত নেওয়া উচিত যেন সংবিধানের মৌলিক বিষয়গুলো নিয়ে কোনো বিতর্ক বা মতভেদ না থাকে এবং আমরা যেন মূলনীতিগুলো অক্ষরে অক্ষরে পালন করি। সব জায়গায় আমরা তা রক্ষা করব।

    তিনি আরো বলেন, ‘আমাদের সমাজ ও শাসনব্যবস্থার যে সংস্কৃতি তা একটি সংকটের মধ্যে পড়েছে। এই সংকট মূলত সৃষ্টি হয়েছে সংবিধানের মূলনীতিগুলোকে উপেক্ষা করার কারণে। আমরা যেভাবে শাসন চালানোর চেষ্টা করছি তা সংবিধান মেনে সম্ভব নয়। পাচার হয়ে যাওয়া লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনতে হবে। দেশের অর্থনীতি সংকটে আছে, এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে।

    কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মোহাম্মদ নাজমুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব গণফোরণের সদস্য সচিব এশেক আলী আশিক, যুব গনফোরামের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি মিনহাজ উল ইসলাম প্রিয়।

    চাঁদপুর জেলা যুব গণফোরামের আহ্বায়ক আলমগীর হোসাইন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মমিনুর রহমান মিন্টু সরকারের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণফোরণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, কেন্দ্রীয় গণফোরণের সদস্য ও জেলা যুব গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবু, শহর গণফোরণের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, চাঁদপুর সদর উপজেলা গণফোরামের সভাপতি মির্জা রুহুল আমিন, সদর উপজেলা গনফোরামের সভাপতি মির্জা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন মিয়াজী।

    এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখবেন জেলা গণফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক তাফাজ্জল হোসেন তাফু, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930