চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সালেহ আহমেদ
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ। তিনি আগস্ট ও সেপ্টেম্বর মাসে পর পর দুই বার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
গত ২৩ অক্টোবর (বুধবার) দুপুরে চাঁদপুর পুলিশ লাইন সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম সালেহ আহামদের হাতে এই ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী সিনিয়র সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, মো. খাইরুল কবির, হাজিগঞ্জ সার্কেল পংকজ কুমার, কচুয়া সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, অফিসার ও পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে মতলব দক্ষিণের ক্রীড়ার মানোন্নয়নে ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে গত ২০ আগস্ট একই থানায় তাকে অফিসার হিসাবে পদোন্নতি দেয়া হয়। তিনি আগস্ট ও সেপ্টেম্বর মাসে পর পর দুইবার জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ আল্লাহর শুকরিয়া আদায় করেন। পুলিশ সুপার ও সিনিয়র অফিসারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিআলো/তুরাগ