চাঁদপুর জেলা স্কাউট সংস্করণের জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাবিত সংস্কার পত্র প্রদান
চাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলার সংস্কারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর কাছে প্রস্তাবিত সংস্কার পত্র প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে প্রায় শতাধিক সচেতন স্কাউট দের উপস্থিতিতে সংস্কারপত্র প্রদান সহ বর্ণাঢ্য র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে করা হয়।
চাঁদপুর জেলা স্কাউটস ও স্কাউটিং কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষ্যে কিছু প্রস্তাবনা উল্লেখ্য করা হয়।
উল্লেখ্য: বাংলাদেশের স্কাউটিং কার্যক্রমের মধ্যে চাঁদপুর জেলা স্কাউট ও বাংলাদেশের স্কাউটিং সেবা ও স্কাউটিং কার্যক্রম বিশ্বমানের। বিগত কয়েক বছরে স্কাউটিং কার্যক্রমের মান। এতটাই কমে এসেছে যে তার আগের ইতিহাসের সাথে বর্তমান ও বিগত কয়েক বছরের কার্যক্রমের সাথে অনেকটাই অমিল ও দুর্নীতিগ্রস্ত রয়েছে। গত বছরের ৫ই আগষ্টের পর বাংলাদেশ স্কাউটস সংস্কারের লক্ষ্যে সারা দেশের সকল কমিটিগুলো ভেঙ্গে এডহক কমিটি ঘোষিত হয় যাতে স্কাউটিং কার্যক্রম আরো গতিশীল হয়। সেই সাথে চাঁদপুর জেলা স্কাউটেরও সংস্কার প্রয়োজন। যার মাধ্যমে চাঁদপুর জেলা স্কাউট ও স্কাউটিং কার্যক্রম আরো গতিশীল ও বিশ্ব দরবারে চাঁদপুরকে উপস্থাপন করবে।
১। জেলা স্কাউটস ভবনের দখলকৃত জমি উদ্ধার।
২। ফ্যাসিস্ট সরকারের সময়কালের অফিস অডিটকরণ ও নিয়মিত চলমান রাখা।
৩। রাজনৈতিক প্রভাবমুক্ত স্কাউট কমিটি গঠন।
৪। সরকারি মাষ্টার রোল চালু করে অফিস সহকারী ও সহায়ক নিয়োগ দান।
৫। নিষ্ক্রিয় দলগুলো সক্রিয় করণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
৬। মুক্ত দলসমূহের প্রতিনিধিদেরকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরণ।
৭। প্রতিটি উপজেলায় স্কাউট ভবন স্থাপন করা।
৮। সাবেক জেলা সম্পাদক ও তার সহযোগীদের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনা।
৯। জেলা স্কাউট ভবনের কমিউনিটি সেন্টারকে শুধুমাত্র অফিসিয়াল মিটিং অথবা সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমে ব্যবহার করা।
১০। জেলা স্কাউট ভবনে জেলা রোভারের জন্য অফিস বরাদ্দ করা।
১১। জেলা ও উপজেলা স্কাউটস কমিটিতে ইয়াং লিডার ও রোভারদের সুযোগ প্রদান।
১২। ফ্যাসিস্ট সরকারের সময়কালের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অপসারন করে দুর্নীতিমুক্ত অফিস ব্যবস্থা গড়ে তোলা।
১৩। নৈশ প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দান।
১৪। জেলা স্কাউটস এর সাবেক অফিস সহকারীর দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনা।
১৫। দীর্ঘ দিন যাবৎ স্থগিত উপজেলা, জেলা স্কাউট সমাবেশ ও সকল স্কাউট প্রশিক্ষণমূলক ক্যাম্প ও কার্যক্রম সচল করা।
১৬। দুই মেয়াদের বেশী উপজেলা ও জেলা স্কাউটস কমিটির কমিশনার ও সম্পাদক পদে মনোনয়ন না দেওয়া।
১৭। আউট কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রতি জেলায় একজন করে সহকারি পরিচালক নিয়োগ প্রদান।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর ও লক্ষীপুর জেলার সহকারী পরিচালক ও এডহক কমিটির সদস্য সচিব পূরবী সরকার, ওব্যাট মুক্ত স্কাউটস গ্রুপের যুগ্ন সম্পাদক মো: আরিফ হোসাইন, স্কাউট সদস্য মারিয়া আক্তার, ভুবন পাটোয়ারী, রাফসান সাকিব, মো: মাহাথির, সজিব আহমেদ, নাহিদ খান সহ আরো চাঁদপুর জেলার প্রায় শতাধিক সচেতন স্কাউটস সদস্যরা।
বিআলো/শিলি