চাঁদপুর নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্নে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
আজ শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুরে ১টা পর্যন্ত হলুদ পোশাকে এই কার্যক্রমে সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবীরা অংশ নেয়। সংগঠনটি চলতি বছরের ১ সেপ্টেম্বর সংগঠিত হয়ে যাত্রা শুরু করে। তাদের সর্বশেষ কার্যক্রম ছিলো বন্যাদুর্গতদের পাশে ত্রাণ সহায়তা।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কর্ণধার মো. আল আমিন শেখ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা। তাহলে আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো এবং বিভিন্ন প্রকার রোগ-বালাই থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো। এই পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে। এখান থেকেই আমরা নিজেদের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষা পেলাম। সমাজের সর্বস্তরের লোকজনসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।
প্রসঙ্গত, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কর্ণধার মো. আল আমিন শেখ সোশ্যাল মিডিয়ার কল্যাণে গোল্ডেন বয় নামে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন।
বিআলো/তুরাগ