• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৪ অনুষ্ঠিত 

     dailybangla 
    09th Jan 2025 9:22 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ পুরস্কার প্রদান বুধবার (৮ জানুয়ারী-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। এই প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় এবছর ছয়জন সাংবাদিক পুরস্কার পেয়েছেন।

    বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মাঠে বিজয়ী সাংবাদিকদরে মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

    তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের যে ঐতিহ্য ও সুনাম রয়েছে, তা ধরে রাখবেন এবং পাশপাশি বিভিন্ন সময়ে পুলিশকে তথ্য দিয়েও পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা পুরস্কার পেয়েছেন, তাদের দেখে উপস্থিত সামনে অন্য যারা সাংবাদিক আছেন, তাদের মধ্যেও এই পুরস্কার পাওয়ার জন্য কাজ করতে হবে। যারা পাননি, তারাও আগামীতে পাবেন। হয়তো আজকে ছয়জনকে দেয়া হয়েছে। কিন্তু বাকিরাও ভালো লিখেছেন, ভালো কাজ করেছেন।

    জেলা প্রশাসক বলেন, আমাদের যে ফ্যাসিষ্ট রয়েছে, এটা ভাঙতে হবে আপনাদের। এ সময় তিনি গুণি সাংবাদিক এবিএম মুসার কথা উদাহরণ দিয়ে সাংবাদিকের উৎকর্ষতার বিষয়ে নজর দিতে বলেন। আগে সাংবাদিকদের প্রতি আস্থা ছিল, বিশ্বাস ছিল। কিন্তু এখন যারা আছেন, তারা মনে করেন, আমি যদি কোনো নেতার বিষয়ে লিখি তাহলে ভিউজ বেশি হবে। তাই নিউজের তুলনায় ভিউজ এখন বেশি হয়ে গেছে।

    সাংবাদিকতা কেন দরকার এ বিষয়ে তিনি বলেন, সাংবাদিকরা রাস্ট্রের চতুর্থ স্তম্ভ কখনো বলেন না, যদি বলতেন, তাহলে আজকে ফ্যাসিবাদী তৈরি হতো না। অ্যাক্রিডেশন কার্ড বাতিল হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সংগঠনের দূর্বলতা আছে, নেতৃত্বের দায়বদ্ধতা আছে। আমরা কি শুধু তথ্যই পাই সাংবাদিকদের কাছ থেকে। আমরা আরো অনেক কিছু, অনেক তথ্য পেয়ে থাকি।

    এসময় তিনি কিশোর গ্যাংয়ের বিষয়েও বলেন, এখানে কিশোর গ্যাং হচ্ছে কেন। এটা কি পরিবারের সমস্যা, নাকি মাদকের সমস্যা, নাকি ব্যাক্তির নিজের। এই কিশোর গ্যাংয়ের বয়স ১৮-২০ হবে, এর বেশিনা। আমরা চিন্তা করেছি, এই ছেলে গুলোকে কিছু কারিগরি শিক্ষা দিতে চাই। তাহলে আর তারা সামনে বের হয়ে কোনো অপরাধের সাথে জড়াবে না। এছাড়াও মাদকের সাথে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধেও কাজ করতে চাই।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির মাওঃ বিল্লাল হোসেন মিয়াজী।

    এসময় আরো বক্তব্যে রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চাঁদপুরের বিশিষ্ট নারী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

    চাঁদপুর প্রেসক্লাবের (২০২৪ সাল) সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন ও সাংবাদিক এম আর ইসলাম বাবু’র যৌথ পরিচালনায়

    স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের (২০২৪ সাল) সভাপতি শাহাদাত হোসেন শান্ত। পরে চাঁদপুর প্রেসক্লাব থিমসং প্রদর্শনী করা হয়।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ কুহিনুর বেগম, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অ্যাড: ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের (২০২৫ সালের) সভাপতি রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের (২০২৫ সালের) সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি (২০২৫ সালের) ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. মোঃ শোয়ায়েব, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট শাহজাহান খান, দৈনিক প্রভাতি কাগজের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, জেলা গনঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, চাঁদপুর ফটোর্জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মারজুক মুহিত।
    অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার গ্রহণ করেছেন: স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত তালহা জুবায়ের,

    টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত এম ফরিদুল ইসলাম।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031