চাঁদপুর শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অভিযান শুরু
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুর শহরে যানজট নিরসনের লক্ষ্যে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় পুনরায় ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাতের নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ড থেকে এই অভিযান শুরু হয়। এরপর ছায়াবানী মোড়, কালিবাড়ি ও পালের বাজার মোড়ে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রেজিস্ট্রেশন বিহীন, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন কাগজপত্র না থাকায় অটোরিকশা, সিএনজি ও ইজিবাইক আটক এবং জড়িমানা করা হয়।
অভিযান বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার, ইয়াসির আরাফাত বলেন, গত ৫ আগস্টের পর জেলা শহরের ট্রাফিক কার্যক্রম অনেকটাই ভেঙে পড়ে। পরবর্তী সময়ে গ্রামাঞ্চলের অবৈধ সিএনজি, রিকসা, ইজিবাইক নির্বিঘ্নে শহরের প্রবেশ শুরু হয়। তাই শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফুটপাতগুলো অবৈধভাবে দখল হয়ে যায়। এতে জেলা শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে মঙ্গলবার থেকে এই অভিযান শুরু হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধ সিএনজি ও ইজিবাইককে জেলা শহরে চলতে দেয়া হবে না। জেলা শহরে অবৈধ সিএনজি ও ইজিবাইকক প্রবেশ করলে মামলা ও জরিমানা গুণতে হবে। এতে করে জেলা শহরের যানজট নিয়ন্ত্রণে চলে আসবে। উচ্ছেদ অভিযানকালে টিআই মাহফুজ মিয়া, মো. ফিরোজ আলম, সার্জেন্ট মাহাবুব আলম, আল নাহিয়ানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ