• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুর সদরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

     dailybangla 
    19th Aug 2025 9:27 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরীর, চাঁদপুর: নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ৫২ তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৯ আগষ্ট) সকাল ১০ টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।

    প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, মাদকের ছোবল থেকে কিশোর- কিশোরী ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য বেশী বেশী ক্রীড়ার আয়োজন করা এবং খেলাধুলায় তাদের সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেশী করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত ভালো মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সংগে যুক্ত হতে হবে।

    তিনি বলেন, আমাদের উচিৎ আজকের কাজ আজই সম্পন্ন করা। যদি মনে করি আজকে কোনো কাজ করলে ভালো হবে, কিন্তু সেটিকে ফেলে রাখি—তাহলেই পিছিয়ে পড়তে হয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সময় নষ্ট করা মানেই জীবনের অনেক মূল্যবান অংশ হারিয়ে ফেলা। খেলাধুলা আমাদের পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ। খেলাধুলা শরীর ও মনের সুস্থতা বজায় রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং শৃঙ্খলা শেখায়। একটি সুস্থ জাতি গঠনে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি খেলাধুলারও বিকল্প নেই।

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রধান কাজ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করা। পড়াশোনার মাধ্যমেই তোমরা মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারবে। তবে এর পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। স্টুডেন্ট জীবনে দায়িত্ব কম হলেও, নিজেদের চরিত্র গঠন, সততা বজায় রাখা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা খুবই জরুরি।

    আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশ পরিচালনা করবেন। তাই এখন থেকেই তাদের উচিত নিজের লক্ষ্য স্থির করে সেটি বাস্তবায়নে আন্তরিকভাবে এগিয়ে যাওয়া। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় দক্ষ হয়ে একদিন তারাই আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।”

    গার্ডিয়ানদের প্রতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিভাবকদেরও উচিত সন্তানের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখা, তাদের সঠিক পথে উৎসাহ দেওয়া এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে সহায়তা করা। সন্তানের সাফল্যের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও বড় ভূমিকা রাখেন। তাই সন্তানদের স্বপ্ন পূরণে তাদের পাশে দাঁড়াতে হবে।”

    চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে ও সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
    বক্তব্য রাখেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ মজুমদার, বাগাদি গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম।

    উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩১ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণসহ অংশ গ্রহনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031