চাঁদপুর-২ আসন, এমপি প্রার্থী ফয়জুন্নুর আখন্দের হাতি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুর-২ আসনে নির্বাচনী আসনে এমপি প্রার্থী ফয়জুন্নুর আখন্দ হা ভোট ও নিজ হাতি (প্রতীক) মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিপাবলিকান পার্টির চাঁদপুর-২ আসনের এমপি প্রার্থী (হাতি প্রতীক) ফয়জুন্নুর আখন রাসেল মতলব দক্ষিণ (মতলব বাজার) নিজ এলাকায় জামে মসজিদে সুজাতপুর বাজার, বাগানবাড়ি ইউনিয়নের বাগানবাড়ি বাজার, গজরা বাজার, পাঁচাআনী চৌরাস্তা বাজার দাসের বাজারসহ বিভিন্ন হাটবাজারে সর্বস্তরের মানুষের সাথে কৌশল বিনিময় করে নিজ মার্কা হাতি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন।
লিফলেট বিতরণ করেন। ভোট ও দোয়া চান। এছাড়া তিনি হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে সকলকে উৎসাহিত করেন। এসময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে চাঁদপুর-২ আসনে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, দুর্নীতি নির্মূল করে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো। আমি প্রচুর সাড়া পাচ্ছি। যেহেতু আমি তরুণ এবং নতুন চাঁদপুর-২ আসনের ভোটাররাও চায় নতুন কিছু।
বিআলো/আমিনা



