চাঁদপুর-২ আসন, ধানের শীষ প্রতীকের পক্ষে জহিরাবাদ ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রচারণা
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুর-২ (মতলব উত্তর, মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ ড. মো. জালাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের পক্ষে জহিরাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জহিরাবাদ ইউনিয়নের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জহিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল কবিরাজ, মতলব উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম হোসেন,
সাধারণ সম্পাদক শাহিন প্রদান, সিনিয়র সহসভাপতি মাসুদ আলম সাগর, জইরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক খবির মিয়াজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মনির হোসেন খান, ইউনিয়ন শ্রমিক দল নেতা সুহেল মুফতি, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক সবুজ বেপারী, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতির নাবীর হোসেন নাবু, সাধারণ সম্পাদক আবুল কালাম, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি খোরশেদ আলম খানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিআলো/আমিনা



