চাঁদাবাজির মামলায় গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ চার নেতা গ্রেপ্তার
আনিসুর রহমান, গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেনসহ চার বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর টরকী বন্দরের ব্যবসায়ী একেএম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার (৪৬) বাদী হয়ে পৌর বিএনপি নেতা জাকির হোসেনসহ চার জনকে আসামি করে গত মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহার নামীয় চার আসাসিকে বুধবার গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে প্রেরণ করেছে।
চাঁদাবাজির মামলার গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নাজমুল হাসান মিঠু খান (৪৬), গৌরনদী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন (৫৫), পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফরহাদ শরীফ (৪৫) ও সদস্য এস এম সজীব শরীফ (৩৮)।
মামলার আমামলার বাদী একেএম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার এজাহারে বলেন, ১নং আসামি নাজমুল হাসান মিঠু খান (৪৬) গত ১৮ অক্টোবর বিকেলে আমাকে ফোন করে বলে তুই আর্মি ক্যাম্পে আয়, তুই আওয়ামী লীগ আমলে আমাকে অনেক জালাইছিস। টরকীতে ব্যবসা করতে হলে দেড় লাখ টাকা চাঁদা দিতে হবে। নতুবা টরকী বন্দরে তুই ব্যবসা করতে পারবি না। এই কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়লে আমার বোন তহমিনা আক্তার বিষয়টি গৌরনদী সেনা ক্যাম্পে গিয়ে জানান। ঘটনার পর গত ২২ অক্টোবর রাতে আসামি গৌরনদী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন, তার একান্ত সহযোগী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ শরীফ, আসামি মিঠু খান ও তার খালাতো ভাই সজীব টরকী বন্দরস্থ স্কুলের পিছনে আমার বাসায় গিয়ে পুনরায় দাবিকৃত দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা আমাকে মারধর করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, পুলিশ মামলার এজাহারনামীয় চার আসাসিকে বুধবার গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরণ করেছে।
বিআলো/তুরাগ