চাঁদের বুকে দ্বিতীয় বেসরকারি মহাকাশযান
বিআলো ডেস্ক: দীর্ঘ যাত্রা শেষে চাঁদে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি প্রতিষ্ঠানের মহাকাশযান। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি।
রোববার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৩টা ৩৪ মিনিটে ফায়ারফ্লাই এয়ারস্পেসের যানটি চাঁদে নামে। এই অভিযানের নাম দেয়া হয়েছে ব্লু ঘোস্ট মিশন ১।
এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে ইনটুইটিভ নামের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বেসরকারিভাবে চাঁদে যান পাঠায়। তবে চাঁদে পৌঁছানোর পরপরই সেটি ভেঙে পড়ে।
ফায়ারফ্লাই এয়ারস্পেসের প্রধান নির্বাহী জ্যাসন কিম ব্লু ঘোস্ট মিশনের সফল অবতরণের তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মহাকাশযানটি অক্ষত ও ঠিকভাবে নামতে পেরেছে বলেও জানিয়েছেন।
ব্লু ঘোস্টের প্রকল্প ব্যবস্থাপক রে অ্যালেন্সওর্থ জানিয়েছেন, মহাকাশযানটি তাদের লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে অবতরণ করতে সক্ষম হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রকল্প হাতে নিয়েছে। ব্লু ঘোস্ট তারই একটি।
অ্যাপোলো-১১ এর পর চাঁদে আবারও মহাকাশচারী নিয়ে যাওয়ার অভিযান আর্টেমিস মিশনের খরচ যোগাতে এই উদ্যোগ নেয় নাসা।
এই মিশনের মাধ্যমে প্রথমবারের মতো চাঁদের অভ্যন্তরীণ তাপমাত্রা, ভূতাত্ত্বিক গঠন এবং জলীয় বাষ্পের অস্তিত্ব যাচাই করা হবে বলে জানিয়েছে নাসা। গবেষকরা বলছেন, এসব উপাদান ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদী মানব বসতির জন্য অপরিহার্য।
নাসার বিজ্ঞানী ড. রায়ান ওয়াটকিনস বলেন, চূড়ান্ত লক্ষ্য হলো চাঁদে দীর্ঘস্থায়ী মানব উপস্থিতি নিশ্চিত করা। মানুষের চাঁদের পৃষ্ঠে দীর্ঘ সময় ধরে বসবাস ও কাজ করার সক্ষমতা অর্জন করা, যাতে আমরা পরবর্তী ধাপে মঙ্গলে মানুষ পাঠানোর জন্য প্রস্তুতি নিতে পারি। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
বিআলো/শিলি