চাইল্ড মেসেজ বাংলা বিভাগের পূর্ণাঙ্গ যাত্রা শুরু
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক শিশু নেটওয়ার্ক চাইল্ড মেসেজ বাংলা বিভাগ গতকাল সন্ধায় ভার্চুয়ালী এক আয়োজনের মধ্যে দিয়ে তার পূর্ণাঙ্গ যাত্রা শুরু করলো।
আয়োজন সুত্রে জানা গেছে, প্রেস মিনিস্টার নয়াদিল্লি,বাংলাদেশ হাইকমিশন ফয়সাল মাহমুদ ওয়েবসাইট উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড বাংলাদেশের সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবলু,ভয়েজ অব আমেরিকার সিনিয়র সাংবাদিক নাসরিন হুদা বিথি,বিবিসি বাংলা’র সিনিয়র সাংবাদিক রেহানা পারভিন,এএফপি’র সিনিয়র ফটো সাংবাদিক মনির উজ জামান সহ অন্যান্য অতিথিগন।
প্রধান অতিথি ফয়সাল মাহমুদ জানান, গণমাধ্যমে এখন অনেক ভুয়া খবর ছড়িয়ে পড়ছে যেটা অত্যন্ত ক্ষতিকর।বিষয়টি নিয়ে চাইল্ড মেসেজ বাংলা বিভাগ খেয়াল রাখবে বলে তিনি বিশ্বাস করেন।তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা কামরুজ্জামান বাবলু বলেন,আমাদের দেশে মেয়েরা এখনো অবহেলা’র স্বীকার হচ্ছে প্রতিনিয়ত।যে বিষয়গুলো সামনে আনা খুব ই প্রয়োজন পাশাপাশি শিশুদের অধিকার আদায়ে ডাটাবেজ তৈরি করার জন্য জানান তিনি।ভয়েজ অব আমেরিকার সিনিয়র সাংবাদিক নাসরিন হুদা বিথি বলেন, এতো সুন্দর প্লাটফর্ম টি তার বাংলা বিভাগ শুধু বাংলাদেশের শিশুদের জন্য করেছে তার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।পাশাপাশি তিনি একসঙ্গে কাজ করবেন চাইল্ড মেসেজ বাংলা বিভাগের সাথে বলেও জানান এসময়।
পাশাপাশি প্রতিটি আন্তর্জাতিক বার্তা সংস্থা পাশে থাকবেন বলে জানান তিনি৷এএফপি’র সিনিয়র ফটো সাংবাদিক মনির উজ জামান বলেন,বাংলাদেশের শিশুদের জন্য করা এই উদ্যোগে সবার ই উচিৎ কাজ করা একসঙ্গে।পাশাপাশি শিশুদের ফটোগ্রাফি শেখানো দরকার বলেও মনে করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই ফটো সাংবাদিক।
বিবিসি বাংলা’র রেহানা পারভিন শুভ কামনা জানিয়ে একসঙ্গে কাজ করার বিষয়টি তুলে ধরেন।তিনি বলেন অতিথি হয়ে আসা মানে দায়িত্ব বেড়ে যাওয়া।
ওয়েবসাইট নির্মাতা প্রতিষ্ঠান সোসিও মাইক্রো ফাইন্যান্স ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুইদ খান জানান,চাইল্ড মেসেজ বাংলা বিভাগের ওয়েবসাইটটি তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করবেন তারা।এটি নিখোঁজ শিশুদের জন্য হবে অসাধারণ একটি কাজ।
আয়োজনের সভাপতিত্বে ছিলেন চাইল্ড মেসেজ প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী।তিনি বলেন, শিশু সাংবাদিকতা কে বদলে দিতে চান তারা।পাশাপাশি জাতিসংঘ শিশু অধিকার তেরো অনুচ্ছেদ বাস্তবায়নে চাইল্ড মেসেজ তার সাহসী ভুমিকা পালন করে যাবে বলেও জানান এসময়।
বিআলো/তুরাগ