চাকরিতে ৩৫’র আন্দোলন যাচ্ছে শাহবাগ অবস্থানে, কাল বৈঠক
নিজস্ব প্রতিবেদক: চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা নিয়ে আন্দোলন চলবে। আগামীকাল মঙ্গলবার (১ অক্টোবর) থেকে আন্দোলন পরিচালিত হবে রাজধানীর শাহবাগ থেকে।
এ লক্ষ্যে আন্দোলনকারীরা এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে সরে শাহবাগের দিকে যাচ্ছে।
এ ছাড়া আন্দোলনকারীরা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে কাল বৈঠক করবেন। এসব তথ্য জানিয়েছেন চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা নিয়ে আন্দোলনের অন্যতম দুই সদস্য রাসেল আল মাহমুদ ও আবু সাইদ সাদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘোষণা দেন তারা। এর আগে তারা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বের হয়ে প্রধান উপদেষ্টার আশ্বাস ছাড়া আন্দোলন স্থগিত করা হবে না বলেন জানান।
রাতে রাসেল আল মাহমুদ তাদের মাইকে ঘোষণা দেন, আগামীকাল মঙ্গলবার তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। তবে তাদের দাবি আদায়ে আন্দোলন চলবে। শাহবাগ থেকে তারা আন্দোলন পরিচালনা করবেন।
এরপর মাইকের মাধ্যমে আন্দোলনকারীদের শাহবাগের দিকে যেতে আহ্বান জানান আবু সাইদ সাদ। তার ঘোষণার পর আন্দোলনকারীরা শাহবাগের দিকে যেতে শুরু করেন।
বিআলো/তুরাগ