চার মাস ধরে মন্ত্রণালয়ে কার্যত নিষ্ক্রিয় ছিলাম: মাহফুজ আলম
dailybangla
14th Jan 2026 9:53 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: সাবেক তথ্য উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম অভিযোগ করেছেন, মন্ত্রণালয়ের ভেতরে তাকে গত চার মাস কোনো কাজ করতে দেওয়া হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, নিরাপত্তা শঙ্কার কারণে তিনি খুব সীমিতভাবে চলাফেরা করছেন। সত্য কথা বলার মূল্য হিসেবেই তাকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
মাহফুজ আলম বলেন, গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর স্বার্থে হয়নি, এটি ছিল সার্বিক পরিবর্তনের জন্য। কিন্তু বড় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, পুরনো কাঠামো অক্ষুণ্ন রেখে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়া যায় না। পাশাপাশি কিছু আন্দোলন-নেতার পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গে আপসের অভিযোগও তোলেন তিনি।
বিআলো/শিলি



