চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ পুনরায় খাঁচায়, তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সাত বছরের সিংহ ‘ডেইজি’কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অচেতন করে নিরাপদে খাঁচায় ফেরত নিয়েছে কর্তৃপক্ষ।
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে খাঁচা থেকে বের হয়ে যায় ‘ডেইজি’ নামের একটি সিংহ। ঘটনাটি টের পেয়ে কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং দর্শনার্থীদের নিরাপদে বের করে দেয়।
প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ট্রাংকুলাইজার গান (অজ্ঞান করার অস্ত্র) দিয়ে সিংহটিকে নিয়ন্ত্রণে আনা হয় এবং জাল দিয়ে পেঁচিয়ে পুনরায় খাঁচায় প্রবেশ করানো হয়।
চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, সিংহটি পুরোনো পানির পাম্পের পাশ দিয়ে হরিণের শেডের দিকে চলে গিয়েছিল। ঘটনাস্থলে দর্শনার্থী কম থাকায় বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়নি। তারা মনে করছেন, সম্ভবত খাঁচার দরজার তালা সঠিকভাবে লাগানো হয়নি; গ্রিল ভাঙা বা ফাঁকা থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি।
প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, সিংহটিকে ফেরানোর পুরো প্রক্রিয়ায় কোনো প্রাণী বা মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি এবং বর্তমানে প্রাণীটির শারীরিক অবস্থা স্বাভাবিক। সতর্কতার অংশ হিসেবে বিশেষজ্ঞ পশুচিকিৎসক দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
ঘটনার কারণ অনুসন্ধানে প্রাণিসম্পদ অধিদপ্তর দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে জানিয়েছে, আগের মতোই নিয়মিত কার্যক্রম চলবে এবং নিরাপত্তা আরও কঠোর করা হবে।
বিআলো/শিলি



