চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় ৯ জনের মৃত্যু
dailybangla
21st Jun 2024 12:12 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।
গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে দেখা দেয়া বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকটি প্রদেশ। ডুবে গেছে ঘর-বাড়ি, দোকানপাট, রাস্তা-ঘাট। ভয়াবহ এ বন্যায় গুয়াংডং প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ।
প্রদেশটিতে বন্যায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল। বন্যায় গুয়াংডং প্রদেশের ৩২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিআলো/শিলি