চীনে চালু হলো বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ
আর্ন্তজাতিক ডেস্ক: পরিবহন খাতে আরও এক ঐতিহাসিক অর্জন যুক্ত করল চীন; বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল চালু হলো শিনজিয়াংয়ে।
চীনের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ২২ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ তিয়ানশান শেংলি টানেল। বেইজিংয়ের দাবি, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ে টানেল।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মধ্য তিয়ানশান পর্বতমালার ভেতর দিয়ে নির্মিত এই সুড়ঙ্গ কয়েক ঘণ্টার ঝুঁকিপূর্ণ পাহাড়ি যাত্রাকে কমিয়ে মাত্র ২০ মিনিটে পরিণত করেছে।
চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান সং হাইলিয়াং জানান, টানেলটি দুটি বিশ্বরেকর্ড গড়েছে- দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল এবং মহাসড়ক সুড়ঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গভীর উল্লম্ব শাফট।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, এই টানেলটি জি০৭১১ উরুমকি-ইউলি এক্সপ্রেসওয়ের অংশ, যা উত্তর ও দক্ষিণ শিনজিয়াংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডর হিসেবে কাজ করবে।
৩২৪ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণে সময় লেগেছে পাঁচ বছর এবং ব্যয় হয়েছে প্রায় ৪৬ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান। এর ফলে উরুমকি ও কোরলার মধ্যকার যাত্রার সময় সাত ঘণ্টা থেকে কমে প্রায় তিন ঘণ্টায় নেমে এসেছে। তথ্যসূত্র: এনডিটিভি
বিআলো/শিলি



