চীনে মিলল সবচেয়ে বড় স্বর্ণভান্ডার
আর্ন্তজাতিক ডেস্ক: মাত্র ১৫ মাসের অনুসন্ধানে ১৯৪৯ সালের পর চীনে আবিষ্কৃত হলো সবচেয়ে বড় স্বর্ণের খনি- যার মজুত ১,৪৪৪ টন বলে নিশ্চিত করেছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।
চীনের লিয়াওনিং প্রদেশে পাওয়া দাদংগোউ খনিকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় একক স্বর্ণআবিষ্কার হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এখানে রয়েছে প্রায় ২৫.৮৬ লাখ টন আকরিক, যার প্রতিটনে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। বর্তমান বাজারদরে পুরো ভান্ডারের মূল্য ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি।
রাষ্ট্রীয় লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপের প্রায় এক হাজার প্রযুক্তিকর্মী মাত্র দেড় বছরে অনুসন্ধান শেষ করেছেন, যা এ আকারের প্রকল্পে বিরল। যদিও আকরিকের মান তুলনামূলক কম, তবে এর অর্থনৈতিক সম্ভাব্যতা ইতোমধ্যে মূল্যায়িত হয়েছে।
প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত এ সাইটের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। বিশ্বব্যাপী স্বর্ণের দাম যখন রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল ডলারের কারণে রেকর্ড ছুঁয়েছে, তখনই এ আবিষ্কার সামনে এলো। সাম্প্রতিক বছরগুলোতে চীন হুনান ও গানসু প্রদেশেও বড় স্বর্ণভান্ডার পেয়েছে।
২০২৪ সালে দেশটি ৩৭৭.২৪ টন স্বর্ণ উৎপাদন করে, যেখানে অভ্যন্তরীণ চাহিদা কাছাকাছি এক হাজার টনের ঘরে পৌঁছেছে।
বিশ্লেষকেরা বলছেন, চীনের মধ্যবিত্ত শ্রেণির মধ্যে সম্পদ সুরক্ষার প্রবণতা বাড়ছে। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার কারণে স্বর্ণ এখন দেশে জনপ্রিয় নিরাপদ বিনিয়োগ হিসেবে দ্রুত বাড়ছে।
বিআলো/শিলি



