চুনারুঘাটে ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
dailybangla
27th Jan 2026 9:17 pm | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকার ধান ক্ষেত থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ডেওলগাঁও গ্রামের সুকেরা খাতুনের (৮০) মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুকেরা খাতুনের ছেলে আব্দুল আহাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুকেরা খাতুন মানসিক ভারসাম্যহীন।
তিনি রবিবার সকাল বেলায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তারা সন্ধান পাননি ওই বৃদ্ধার। সকালে স্থানীয় এলাকাবাসী খবর দিলে পুলিশ উদ্ধার করে ওই বৃদ্ধার মরদেহ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই মৃদুল তরফদার ওই মহিলার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিআলো/আমিনা



