• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    চুন্নুর ভাষণের ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত আবদুল্লাহ 

     dailybangla 
    02nd Nov 2024 7:21 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের তথাকথিত সুশীল সমাজের অংশীজনদের কথা শুনলে ২০২৪ সালে শেখ হাসিনার ফ্যাসিজমের ইতি ঘটতো না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

    শনিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে সেই পোস্টের ক্যাপশনে এমন মন্তব্য করেছেন তিনি।

    ওই ভিডিওতে জাতীয় সংসদ অধিবেশনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুকে। তাকে বলতে শোনা যায়, ২০১৪ সালে জাতীয় পার্টি (জাপা) ও বিএনপিসহ কোনো দল নির্বাচন না করার ঘোষণা দিয়েছিল। কিন্তু নির্বাচন না হলে একটি অগণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা ছিল। সে সময় বেগম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির কিছু এমপি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে নির্বাচনে এসেছিল।

    তাকে আরও বলতে শোনা যায়, আওয়ামী লীগের সিনিয়র নেতারাও ওই সময় আমাকে বলেছিল- নির্বাচন সম্ভব নয়। পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে চাই, তোমরা নির্বাচনে অংশ নাও। পরবর্তীতে নির্বাচন করে আমাদের তিনজন মন্ত্রী দেয়া হলো, আমরা একসঙ্গে সরকার গঠন করলাম। এছাড়া ২০১৮ সালেও আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করেছিলাম।

    ফেসবুকে এই বক্তব্যের ভিডিও ক্লিপটি পোস্ট করে পোস্টের ক্যাপশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের অংশীজনেরা যা বলতেন, তা শুনলে চব্বিশ সালে হাসিনার ফ্যাসিজমের উপসংহার রচিত হতো না। তারা এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের বিদ্যমান সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। সুশীলদের জাপা প্রীতির কারণ দেখেন।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031