চুয়াডাঙ্গায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
dailybangla
30th Dec 2024 4:08 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আরবী খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
৩০ ডিসেম্বর, সোমবার সকালে পৌর শহরের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরবী খাতুন একই এলাকার ইমনের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহত আরবীর বড় ভাই অনিক বলেন, আজ সকালে বন্ধুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আরবী। এসময় হঠাৎ পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে আমরা আরবীকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা করে চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডা. শাপলা খাতুন জানান, হাসপাতালে আনার আগেই শিশু আরবী মৃত্যু হয়।
বিআলো/শিলি