চুয়াডাঙ্গায় মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
সুমন সরদার: চুয়াডাঙ্গায় মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার আয়োজনে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ পথে বিদেশ গমণ রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার বলেন, বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশ গমন ঝুঁকিপূর্ণ এবং অনেক সময় এটি মানব পাচারের শিকার হওয়ার পথ উন্মুক্ত করে দেয়। তরুণ সমাজকে সচেতন করার মাধ্যমে এই ধরণের ঝুঁকি কমানো সম্ভব। বিদেশে কাজ করতে হলে সঠিক ও বৈধ পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ ও দীর্ঘমেয়াদী উপকারী। মধ্যস্থতাকারী বা দালালদের ফাঁদে পা না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এছাড়াও, উপস্থিত অতিথিরা তথ্যভিত্তিক উপস্থাপনা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বক্তৃতা দেন। বিদেশে গমন ইচ্ছুক নাগরিকদের সঠিকভাবে পর্যালোচনা করে যেমন কাজের ধরন, কোম্পানির নাম, বিদেশ যাওয়ার উদ্দেশ্য, বেতন ভাতা রিক্রুটিং এজেন্সির বৈধতা আছে কিনা ইত্যাদি বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে সঠিকভাবে যাচাই করে নিশ্চিত হয়ে বিদেশ পাঠানোর নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিআলো/তুরাগ