চুয়াডাঙ্গায় রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের গণজমায়েত
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুন্নুর পদত্যাগের দাবিতে গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান ও বক্তব্য প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে পালাতে বাধ্য হলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। এখন গণভবন ও বঙ্গভবন থেকেও নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ছাত্র-জনতার বিপ্লব হাতছাড়া করতে ফ্যাসিস্টের দোসররা এখনো অপতৎপরতা চালাচ্ছে। অবিলম্বে অপতৎপরতায় মেতে থাকা দোসরদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এসময় ছাত্রলীগকে নিষিদ্ধ করারও দাবি তোলা হয়। গণজমায়েত কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসলাম অর্ক, হাসানুজ্জামান, আরাফাত রহমান, কাজল আহমেদ, রাকিবের মাহমুদ ও সজিব হোসেন প্রমুখ।
বিআলো/তুরাগ