চুয়েট শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
dailybangla
12th Mar 2025 8:16 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ই মার্চ (বুধবার) ২০২৫ খ্রিঃ চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আরাফাত রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক জনাব মো. আসিফুর রহমান। এতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।