চেচনিয়ায় ড্রোন হামলার জবাব দেওয়ার ঘোষণা কাদিরভের
dailybangla
07th Dec 2025 12:08 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন আক্রমণের পর কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতা রমজান কাদিরভ।
তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কাদিরভ বলেন, গ্রোজনির কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা সামরিক কৌশলের দিক থেকে অর্থহীন। বেসামরিক স্থাপনায় আঘাত হেনে ‘কাপুরুষতা’ দেখানোর পথ তারা অনুসরণ করবে না, বরং লক্ষ্য হবে ইউক্রেনের সামরিক ও সন্ত্রাসী কাঠামো।
গত ৫ নভেম্বর গ্রোজনি সিটি কমপ্লেক্সে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে ভবনের মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়, যদিও হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পর থেকেই উত্তেজনা বাড়ে। কাদিরভের ঘোষণার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিআলো/শিলি



