ছয় ডেমোক্র্যাটকে জেলে পাঠানোর দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার রাতে বলেছেন, সেনাবাহিনীর সদস্যদের অবৈধ নির্দেশ মানতে নিষেধ করার আহ্বান জানানো একটি ভিডিওতে অংশ নেওয়া ছয় ডেমোক্র্যাট আইনপ্রণেতার জেলে যাওয়া উচিত। এর একদিন আগে তিনি তাঁদের আচরণকে রাষ্ট্রদ্রোহমূলক বলে মন্তব্য করেছিলেন এবং শাস্তিযোগ্য মৃত্যুদণ্ডের ইঙ্গিত দেন।
ট্রাম্পের এসব মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ডেমোক্র্যাটরা বলেন, সামরিক বা গোয়েন্দা বাহিনীতে দায়িত্ব পালন করা ছয় সিনেটর ও কংগ্রেস সদস্যের বিরুদ্ধে এটি ঘৃণ্য হুমকি।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, “যে বিশ্বাসঘাতকেরা সেনাবাহিনীকে আমার আদেশ অমান্য করতে বলেছে, তাদের এখনই কারাগারে থাকা উচিত।”
তিনি আরও দাবি করেন, ডেমোক্র্যাটদের বার্তাটি ছিল ‘উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহ।
শুক্রবার প্রকাশিত ভিডিওতে মার্ক কেলি, এলিসা স্লটকিন, জেসন ক্রো, ক্রিস ডেলুজিও, ক্রিসি হুলাহান এবং ম্যাগি গুডল্যান্ডার সেনা সদস্যদের উদ্দেশে বলেন, অবৈধ নির্দেশ মানবেন না। কোন নির্দেশ অবৈধ- তা তারা স্পষ্ট করেননি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ‘অশান্তি নিয়ন্ত্রণ’ নামে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন এবং আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদকবাহী নৌযানে হামলার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব অভিযানে ৮০ জনের বেশি নিহত হন, যা বিশেষজ্ঞদের মতে ‘অবৈধ’।
ট্রাম্প এর আগেও মৃত্যুদণ্ডের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সাবেক জেনারেল মার্ক মিলি জানিয়েছেন, ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার পর তিনি চীনকে আশ্বস্ত করতে গোপনে ফোন করেছিলেন। পরে ট্রাম্প সেই ঘটনাকে ‘মৃত্যুদণ্ডযোগ্য’ বলে মন্তব্য করেন।
বিআলো/শিলি



