ছাত্রদল নেতার জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ ছাত্রদল নেতার জন্মদিনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী কাজী জিয়া উদ্দিন বাসিত।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এ উদ্যোগ নেন তার অনুসারীরা।
এ সময় ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে মেডিকেল চেক-আপ, ঔষধ সরবরাহ, স্যালাইন, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সেবা প্রদান করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে মেডিকেল ক্যাম্পের যুগ্ন আহ্বায়ক মিয়া রাসেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অবিভাবকদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় মানবিক কল্যাণের কাজে নিয়োজিত থাকে,আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে চাই।আমাদের নেতা সব সময় নীতি নৈতিকতার সাথে কাজ করার উৎসাহ প্রদান করেন।
জন্মদিনে ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়ার বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, আমি জন্মদিনে কেক না কেটে ভিন্নধর্মী কিছু করার কথা চিন্তা করছিলাম । কিন্তু আমার মনে হয়েছে জন্মদিনের ব্যতিক্রম কিছু করা যায় , যা সাধারণ মানুষের কাজে আসবে। যেহেতু একই দিনে জবির ব্যবসা অনুষদের ভর্তি পরীক্ষা এবং আমার জন্মদিন , তাই ভিক্টোরিয়া পার্কে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবা করার উদ্দেশ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
বিআলো/তুরাগ