ছাত্রলীগের কোন সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া যাবে না: রাকিবুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: আমাদের সদস্য ফরম বিতরণে ছাত্রলীগের কোন সন্ত্রাসীদের কে আশ্রয় দেওয়া যাবে না, যে বা যারা ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ উদ্বোধন কালে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাসী ছাত্রলীগ ও তার দোশরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচি ব্যাপকভাবে সফল হয়েছে, অসাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি এবং তারাও আমাদের এই মিছিলে থেকে এই সন্ত্রাসী ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। আমরা নিশ্চয়তা দিচ্ছি তাদের বিচার এই বাংলার মাটিতে করে ছাড়বো ইনশাআল্লাহ।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবের সঞ্চালনায় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাবেল মোল্লা, জিনজিরা ছাত্রদলের সভাপতি সাফিন, ছাত্রদল নেতা ইব্রাহিম হাসান রদ্রু সহ ছাত্রদলের ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ