ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণায় মুরাদনগরে আনন্দ মিছিল
dailybangla
24th Oct 2024 11:06 pm | অনলাইন সংস্করণ
মোহাম্মদ ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আজ, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে আনন্দ মিছিল বের করে মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র-জনতা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈম, খান সিয়াম, আশিকুর রহমান, আবদুর রহমান উজ্জ্বল, শান্ত, নিলয়, সালেহ মুসা, ইব্রাহিম, আক্তার, জুনায়েদ, রাফি, এনামুল, শরীফ, ফয়সাল প্রমুখ।
বিআলো/তুরাগ