ছাত্র-আন্দোলনে শিক্ষার্থী নিহতের মামলায় গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরায় ছাত্র হত্যা মামলার পলাতক আসামি শাহ আলমকে রাজধানীর তুরাগ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান। গ্রেপ্তার শাহ আলম (৪৯) টঙ্গী পূর্ব থানার মৃত অলিউল্লাহ ওরফে আমিনুল্লাহর ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট গাজীপুরায় ছাত্র হত্যা মামলায় পলাতক ছিলেন শাহ আলম। পরবর্তীতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য র্যাব-১-এর সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গেল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞে সশস্ত্র অংশগ্রহণকারী ও হত্যা মামলার পলাতক আসামি শাহ আলম ঢাকার তুরাগ থানাধীন নয়ানগর বিসমিল্লাহ অটোমোবাইল দোকানের সামনে অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১৫ নম্বর আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা জব্দ করা হয়।
বিআলো/তুরাগ