ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ
নিজস্ব প্রতিবেদক: সরকারি ছুটি শেষ হচ্ছে আগামী শনিবার। এর মধ্যেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সড়ক ও নৌপথের পাশাপাশি রেল পথেও ফিরছেন তারা।
মঙ্গলবার (১০ জুন) সকাল থেকেই রাজধানীর সদরঘাট, কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়ে। আনন্দের সঙ্গে ঈদ শেষে স্বস্তিতেই ঢাকায় ফেরার কথা জানান তারা।
দক্ষিণাঞ্চল থেকে আসা অনেকেই জানান, ছুটি শেষ হওয়ার আগে ফিরে আসার অন্যতম কারণ ভোগান্তি এড়ানোর পাশাপাশি ফাঁকা ঢাকার আনন্দ উপভোগ করতে ফিরছে অনেক পরিবার।
উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই রাজধানীতে প্রবেশ করে বেশ কয়েকটি ট্রেন। ট্রেন থেকে নেমে অনেকেই জানালেন, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের সান্নিধ্যে গ্রামের বাড়িতে আনন্দেই ঈদ উদ্যাপন করেছেন।
স্বজনদের সঙ্গে কাটানো সময়কেই ঈদের মধুর সময় বলছেন জীবিকার তাগিদে ফেরা মানুষ। এ সময়টুকুই সারা বছরের ক্লান্তি দূর করবে বলছেন তারা।
অন্যদিকে, ঈদ পরবর্তী সময়ে আত্মীয়তায় যোগ দিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যাতায়াত নির্বিঘ্নে হওয়ায় খুশি সবাই।
বিআলো/শিলি