• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জনগণের সরকারই পারবে ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে: আমিনুল হক 

     dailybangla 
    28th Feb 2025 8:26 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: “স্বৈরাচার সরকারের পতন হয়েছে ৬ মাস। তবে তাদের ১৭ বছরের শাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণের সরকার দরকার”। এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

    আজ শুক্রবার বিকেলে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের তেজগাঁও ও উত্তরা পূর্ব থানার একটি ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ সময় তিনি বলেন- আমরা গত ছয় মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান করছি রাষ্ট্রীয় সংস্কারের জন্য দরকার একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। তাই আমরা সরকারের কাছে আহ্বান করছি অতি দ্রুত আপনারা একটি নির্বাচন দিন।

    এ সময় তিনি আরো বলেন- ৫ ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্র পূণঃ প্রতিষ্ঠার দ্বার প্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে ঢেলে সাজানো সম্ভব হবে।

    এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,এম কফিল উদ্দিন আহমেদ,হাজী মোঃ ইউসুফ,আফাজ উদ্দিন,মোঃ শাহ আলম,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,জাহেদ পারভেজ চৌধুরী, সালাম সরকার,শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র,হাজী নাসির উদ্দীন,এমএস আহমাদ আলী,শফিকুল ইসলাম শাহীন,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম সাধারণ সম্পাদক আকরাম আহমেদ,তেজগাঁও থানা বিএনপি আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু,গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ,মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন,সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, শেরে বাংলা নগর থানা বিএনপি যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ,খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেন,রানা চৌধুরী,উত্তরা পূর্ব থানা বিএনপি আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক আমিনুল হক,এস আই টুটুল,উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এড. এফ ইসলাম চন্দন,জাহিদ মাস্টার,তারেক হাসান, হারুন অর রশিদ,আদাবর থানা যুগ্মআহবায়ক মোঃ হানিফ,মিরপুর থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধান,মোঃপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু,যুবদল উত্তরা পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক অপু শিকদার প্রমুখ।

    এরআগে মিরপুর বাংলা স্কুল মাঠে পল্লবী ও রুপনগর থানা আন্তঃস্কুল ফুটবল টূর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক। অনুষ্ঠানে পল্লবী রুপনগর থানা শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ মইনুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031